রুট সম্পর্কিত কিছু FAQ



          এখানে মূলত রুট সম্পর্কিত সকল প্রশ্ন এবং এর জবাব দেয়া হবে তাই আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।


রুট কি?





কিভাবে করে?


  •  রুট করা এখন খুব সোজা ব্যপার কারণ অনেক ধরনের software এখন পাওয়া যা দিয়ে খুব সহজেই রুট করা যায়। যেমনঃ kingroot, kingoroot ইত্যাদি। যদি কোন software দিয়ে ডিভাইস রুট করতে না পারেন তাহলে গুগল করে দেখুন।



সমস্যা হবে কি?


  • ততক্ষণ পর্যন্ত হবেনা যতক্ষণ পর্যন্ত না জেনে কিছু না করবেন তাই রুট করার পর কি করতে হবে জানতে এই লিঙ্কের পোস্টটি পড়ুন :  রুট পরবর্তী করণীয় বিষয়



রম বাড়ানো যাবে কি? আসলে আমার ইন্টারনাল স্টোরেজ কম।





ক্যামেরা বাড়ানো যাবে?


  •  না। আপনি হার্ডওয়্যার পরিবর্তন করতে পারবেন না কিন্তু সফটওয়্যার এর অনেক পরিবর্তন করতে পারবেন।


কাস্টম রিকভারী কি?




কাস্টম রম কি?




ওয়ারেন্টি থাকবে কি?


  • না। রুট করলে আপনার ওয়ারেন্টি হারিয়ে ফেলবেন।


সিস্টেম আপডেট দিতে পারব?


  • হুম! সিস্টেম আপডেট দিতে পারবেন তবে রুট অ্যাক্সেস চলে যাবে অর্থাৎ পুনরায় রুট করতে হবে।



আনরুট করা যাবে কি?


  • হ্যা। আপনি আনরুট করে ফেলতে পারবেন যেকোন সময়। আনরুট করার বিভিন্ন অ্যাপ আছে তাছাড়া Supersu থেকেও আনরুট করতে পারবেন।


Software update দেয়া যাবে?


  • কেন নয়। আপনি আগের মতোই Software update দিতে পারবেন।

রুট সম্পর্কিত কিছু FAQ রুট সম্পর্কিত কিছু FAQ Reviewed by Anonymous on 7:17:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.