সেইভ wifi password দেখুন যেকোন ডিভাইসে



        হ্যালো ভাই ব্রাদার! আজকে ছোট্ট একটা টিপস নিয়ে আসলাম। অনেক গ্রুপেই দেখি অনেকে হেল্প চায় কিভাবে সেইভ করা wifi পাসওয়ার্ড বের করা যায়। তবে সবাই মোটামুটি রুটেড ডিভাইসের জন্য সমাধান দিয়ে থাকেন কিন্তু সমস্যায় পড়েন আনরুটেড ইউজাররা। তাই আজকে আমি দুই ধরনের ইউজারেরই সমাধান দিব। কাজটা খুব সহজ তাই সরাসরি ট্রিকসেই চলে যাচ্ছি...


Root user


পদ্ধতি ১

রুট ইউজাররা Wifi Key Recovery অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। চালু করলে সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করে দিন তাহলে নিচের মত দেখতে পাবেন।


এখানে SSID হচ্ছে wifi চ্যানেলের নাম আর psk হচ্ছে পাসওয়ার্ড।

পদ্ধতি ২

এই পদ্ধতিতে আপনাকে আপনার ডিভাইসের সিস্টেমে ঢুকতে হবে। এর জন্য Es file explorer ব্যবহার করতে পারেন অথবা অন্য কোন ফাইল ম্যানেজার যেটা দিয়ে সিস্টেমে প্রবেশ করা যায়। নিচের মত করে কাজ করেন

data>misc>wifi এখানে যান 


wpa_suplicant.conf  ফাইলটি text editor দিয়ে ওপেন করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।


এখানে SSID হচ্ছে wifi চ্যানেলের নাম আর psk হচ্ছে পাসওয়ার্ড।

Unroot user


প্রথমে নিচ থেকে Router setup page অ্যাপটা ডাউনলোড দিন। wifi কানেক্ট করে অ্যাপটা চালু করুন। দুটো অপশন পাবেন open router page সিলেক্ট করুন। একটা লগইন পেজ আসবে আপনি লগইন নেম ও পাসওয়ার্ড দুইটাই "admin" দিন। এবার অপশন থেকে wireless সিলেক্ট করুন তাহলে কিছু সাব-অপশন আসবে সেখান wireless security সিলেক্ট করুন তাহলে নিচের মত দেখতে পাবেন।


Wireless password বক্সের সংখ্যাই আপনার কাঙ্খিত পাসওয়ার্ড। এই ছিল আজকের ছোট্ট ট্রিকস আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। 



Download


সেইভ wifi password দেখুন যেকোন ডিভাইসে সেইভ wifi password দেখুন যেকোন ডিভাইসে Reviewed by Anonymous on 12:30:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.