ফুল ভার্শন করে নিন Poweramp Music player


Poweramp Photo

গান পছন্দ করেন না এমন লোক খুব কমই খুজে পাওয়া যাবে।আর অ্যান্ড্রয়েড এ Poweramp হচ্ছে সবচেয়ে সুন্দর Music player এর মধ্যে একটি।কিন্তু সমস্যা হচ্ছে সুন্দর হলেও অনেকেই ট্রায়াল ভার্শনের কারনে ব্যবহার করতে পছন্দ করেন না।অর্থাৎ আপনি Music player টি সাতদিন ফ্রী চালাতে পারবেন।এরপরে লাইসেন্স চায়।মজার ব্যাপার ব্রাদার অ্যান্ড্রয়েড এ এগুলো কোন ঘটনাই না। মানে।তবে চলুন আগে অ্যাপটির ফিচারসমূহ দেখে নেই।
ফিচারসমূহ
গুগল প্লে স্টোর অনুযায়ী অ্যাপটির ফিচারসমূহ দেখে নেয়া যাক-
  • plays mp3, mp4/m4a (incl. alac), ogg, wma*, flac, wav, ape, wv, tta, mpc, aiff (* some wma pro files may require NEON support)
  • 10 band optimized graphical equalizer for all supported formats, presets, custom presets
  • separate powerful Bass and Treble adjustment
  • stereo eXpansion, mono mixing, balance
  • crossfade
  • gapless
  • replay gain
  • plays songs from folders and from own library
  • dynamic queue
  • lyrics support, including lyrics search via musiXmatch plugin
  • embed and standalone .cue files support
  • support for m3u, m3u8, pls, wpl playlists
  • OpenGL based cover art animation
  • downloads missing album art
  • custom visual themes, lot of skins available on Play
  • 4 widget types with many selectable styles, advanced customization; Android 4.2 lock screen widgets
  • configurable lock screen
  • headset support, automatic Resume on headset and/or BT connection (can be disabled in settings)
  • scrobbling
  • tag editor
  • fast library scan
  • high level of customization via settings

নরমাল ইউজার
প্রথমে নিচ থেকে ট্রায়াল ভার্শন নামিয়ে নিন এবং সাথে poweramp unlocker টি।এবার দুইটা অ্যাপ ইন্সটল করুন।ট্রায়াল ভার্শনটি চালু করুন এবং নিজের মত সেটিং করে নিন।এখন শুধু Unlocker টি চালু করুন কাজ শেষ।
রুট ইউজার
রুট ইউজাররা Lucky patcher অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। poweramp চালু করে নিজের মত করে সেটিং করে নিন। এবার Lucky patcher অ্যাপটি চালু করুন এবং Superuser পারমিশন দিন। অ্যাপ লিস্ট দেখতে পাবেন, অ্যাপ লিস্ট থেকে Poweramp সিলেক্ট করুন। এবার কিছু অপশন পাবেন নিচের দিকে, আপনি Open menu of patches সিলেক্ট করুন।custom patches সিলেক্ট করুন। custom patches এ তিনটা অপশন পাবেন, আপনি ২ নাম্বারটা সিলেক্ট করে Apply এ ক্লিক করুন।কাজ শেষ। এবার poweramp এ ঢুকে চেক করে দেখুন Full version হয়ে গেছে।
Download

Some skin (bonus)
ফুল ভার্শন করে নিন Poweramp Music player ফুল ভার্শন করে নিন Poweramp Music player Reviewed by Anonymous on 12:51:00 AM Rating: 5

1 comment:

Powered by Blogger.