ফন্ট পরিবর্তন করুন রুটেড ডিভাইসে



আপনার ডিভাইসের স্টক ফন্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন? নতুন কিছু দেখতে চাচ্ছেন? তাহলে চলেন দেখি কিভাবে খুব সহজেই ফন্ট পরিবর্তন করা যায়।তবে আপনাকে রুট ইউজার হতে হবে।যদিও রুট ছাড়াও অনেক ডিভাইসেই ফন্ট পরিবর্তন করা যায়।
অনেক সময় দেখা যায় বা অনেকেরই দেখেছি ফন্ট পরিবর্তন করতে গিয়ে সেট ব্রিক করেছে তাই আগে ব্যাকাপ নিয়ে নিন।কিভাবে ব্যাকাপ নিবেন না জানলে এখানে ক্লিক করুন
পদ্ধতি
প্রথমে নিচ থেকে অ্যাপটা ডাউনলোড করে ডিভাইসে ইনস্টল করুন। চালু করার আগে আপনার ডিভাইসের ডাটা চালু করুন কারন ফন্ট ডাউনলোড এর জন্য কিছু ডাটা লাগবে। নিচের স্ক্রীনশটগুলো দেখুন...









আপনি আপনার পছন্দমত ফন্ট বেছে নিন এবং প্রিভিও ট্যাবে ফন্টটি দেখতে কেমন দেখে নিতে পারেন।ফন্ট পছন্দ হলে সিলেক্ট করে ইনস্টল এ ক্লিক করুন, Superuser permission চাইলে গ্রান্ট করে দিন।ইনস্টলেশন শুরু হবে, শেষ হলে রিবুট দিন।কাজ শেষ।

Download
ফন্ট পরিবর্তন করুন রুটেড ডিভাইসে ফন্ট পরিবর্তন করুন রুটেড ডিভাইসে Reviewed by Anonymous on 1:08:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.