[Root] Build.prop কি? এবং এর মজা দেখুন



প্রতিটি জিনিসের যেমন একটা গঠন বৈশিষ্ট্য থাকে তেমনি প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসেরও গঠন বৈশিষ্ট্য আছে। আজকে আমরা অ্যান্ড্রয়েডের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একে ডেভেলপাররা build.prop নামে চিহ্নিত করেছেন। তাহলে শুরু করা যাক …

Build.prop কি?

আপনি যদি একটা চেয়ারের বৈশিষ্ট্য লেখেন তবে নিশ্চয়ই এভাবে লিখবেন -

1.চেয়ার কাঠ, লোহা, স্টিল , প্লাস্টিক ইত্যাদি দিয়ে তৈরী করা যায়
2.চেয়ারে ৪টা পা থাকে, একটি বসার স্থান থাকে
৩. চেয়ার বসার জন্য উত্তম ইত্যাদি ইত্যাদি

তেমনি করে একটি ডিভাইসেরও গঠন বৈশিষ্ট্য লিপিবদ্ধ আকারে থাকে আর এটিই হচ্ছে "build.prop". কথা হচ্ছে কোথায় পাবেন build.prop? এর জন্য আপনাকে রুটেড ইউজার হতে হবে।

সতর্কতাঃ কোন কিছু পরিবর্তনের আগে ব্যাকআপ নিয়ে নিন। ব্যাকআপ কিভাবে নিতে হয় জানতে নিচের লিঙ্কের ন্যান্ড্রয়েড ব্যাকআপ অংশ পড়ুন - এখানে ক্লিক করুন
না জেনে কোন কিছু মুছে ফেলবেন না এতে ডিভাইস ব্রিক করতে পারে এবং আমরা তার জন্য দায়ী থাকব না।


যেভাবে Edit করবেনঃ

build.prop একটি টেক্সট ফাইল তাই এটিকে আপনি এডিট করতে পারবেন। এডিট করার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।প্রথমে Es file explorer চালু করেন তারপর স্ক্রীনশট দেখে দেখে কাজ করুন-







মজাঃ


আপনি মনে করতে পারেন এইসব হাবিজাবি কি লিখে রাখছে। আসলে ওগুলো হাবিজাবি না, কাজের জিনিস। build.prop এডিট করে আপনি ইচ্ছে করলে ডিভাইসের কিছু পরিবর্তন করতে পারবেন।আপনার কাজ হবে নিচের লেখাগুলো খুজে বের করা এবং নিচের নির্দেশনা মত পরিবর্তন করুন।যেমনঃ


  • ro.build.version.release= সমান চিহ্নের পরে আপনি যেমন সংখ্যা বসাবেন আপনার অ্যান্ড্রয়েড ভার্শন ঠিক তেমনই দেখাবে সেটিংসে।
  • ro.product.model= এর মাধ্যমে আপনি ইচ্ছানুযায়ী ডিভাইসের মডেল এর নাম পরিবর্তন করতে পারবেন যদিও অনেক ডিভাইসে রূট ছাড়াই করা যায়।
  • ro.product.brand= ব্রান্ড এর নাম পরিবর্তন করতে পারবেন।
  • ro.build.date= ডিভাইস তৈরীর তারিখ।
  • ro.config.ringtone= রিংটোন সেট করতে পারবেন তবে নামের মধ্যে কোন স্পেস থাকা যাবেনা।
  • ro.config.notification_sound= একই ভাবে নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করতে পারবেন।
  • ro.config.alarm_alert=অ্যালার্ম টোন পরিবর্তন করতে পারবেন তবে আপনি বলতে পারেন এগুলো তো এমনিতেই করা যায়। হুম! যায় তবে এভাবে করলে ডিফল্ট হিসেবে সেট হবে। 
  • ro.com.android.dateformat=mm-dd-yyyy ( ডিভাইসের ডেট ফরম্যাট।আপনি নিজের মত দিতে পারেন। এখানে mm=month,dd=date,yyyy=year বোঝানো হয়।) 
এছড়া আরও অনেক কিছুই আছে তবে অ্যাডভান্স লেভেলের তাই শেয়ার করতে চাচ্ছিনা। এডিট করার পরে সেইভ দিয়ে বের হয়ে যান এবং সবার শেষে ডিভাইস একবার রিবুট মারুন। রিবুট শেষ হলে সেটিংস থেকে অ্যাবাউট এ যান এবং মজা দেখুন।



আমাদের ফেসবুক পেজঃ Droid Skool

[Root] Build.prop কি? এবং এর মজা দেখুন [Root] Build.prop কি? এবং এর মজা দেখুন Reviewed by Anonymous on 5:10:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.