[ Root ] এক ক্লীকেই রিকভারী মুডে প্রবেশ করুন



আপনি কি রুট ইউজার? কাজের জন্য কি বারবার রিকভারী মুডে প্রবেশ করতে হয়? তাহলে প্যারা থেকে মুক্তি নিন আজই। আসলে বারবার ভলিউম + পাওয়ার বাটন চাপাটা একটা বিরক্তিকর ব্যাপার। ছোট্ট একটা অ্যাপসের নাম বলব আজ যা আপনাকে প্যারা থেকে মুক্তি দিবে। অ্যাপটার নাম হচ্ছে  "Quick Boot."

বিবরণ

প্রথমে নিচ থেকে অ্যাপটা ডাউনলোড করুন এবং ইন্সটল করার পর নিচের মত দেখতে পাবেন।


 Recovery তে ক্লিক করলে সরাসরি রিকভারী মুডে নিয়ে যাবে। আপনি Reboot power off Hot boot ও করতে পারবেন ছোট্ট এই অ্যাপের সাহায্যে। এছাড়া Bootloader এও প্রবেশ করতে পারবেন এর মাধ্যমে। এখন যদি সেটিং এ ক্লিক করেন তাহলে নিচের মত অপশন পাবেন।


অপশন থেকে Confirm reboots এ টিক দিয়ে দিন। তারপর নিচে Hide boot modes এ আপনি যদি power off ক্লিক করেন তাহলে ফার্স্ট স্ক্রীনে power off অপশনটা hide হয়ে যাবে। এভাবে আপনি ইচ্চেমত অপশন ফার্স্ট স্ক্রীনে রাখতে পারেন আবার hide করতে পারবেন। মজার ব্যপার হচ্ছে আপনি অ্যাপটার shortcuts ও ব্যবহার করতে পারবেন তাই সবশেষে বলা যায় অ্যাপটা আসলেই  খুব কাজের।

Download



[ Root ] এক ক্লীকেই রিকভারী মুডে প্রবেশ করুন [ Root ] এক ক্লীকেই রিকভারী মুডে প্রবেশ করুন Reviewed by Anonymous on 2:39:00 PM Rating: 5

1 comment:

Powered by Blogger.