মামা হবে নাকি এক সেট ! 29 খেলুন অ্যান্ড্রয়েডে



কি খবর ভাই ব্রাদার? লঞ্চ জার্নি করেছেন কখনো? কার্ড খেলেছেন? উত্তর যদি না হয় তাহলে আপনি জীবনে অনেক কিছুই এখনো উপভোগ করেন নাই।কার্ড খেলাটা এমনিতেই খুব মজার তবে লঞ্চে এবং ভার্সিটির হল এ সবচেয়ে বেশি মজা আমি মনে করি।আচ্ছা যাই হোক আজকে একটু সবাই মিলে কার্ড খেলা যাক তাহলে।আমরা মোটামুটি সবাই জেনে থাকি যে ৫২টা কার্ডের ৫৩টা খেলা আছে তবে গুটিকয়েক আমরা জানি বা পছন্দ করি।টুয়েন্টি নাইন তার মধ্যে অন্যতম।আমরা মূলত এই খেলাটাই বেশি খেলে থাকি।তাই আজকে একটা অ্যাপের কথা বলব যেটা দিয়ে আপনার অ্যান্ড্রয়েডেই টুয়েন্টি নাইন খেলতে পারবেন এমনকি অনলাইন,অফলাইন এবং ব্লুটুথের মাধ্যমেও।অ্যাপটার নাম হচ্ছে "29 Card Game" এবং অ্যাপটা ডেভেলপ করেছে "Knight"s Cave Card".তাহলে চলুন আগে দেখে নেই কি কি আছে অ্যাপটাতে-

Google play বলছে

This is one of a group of South Asian trick-taking games in which the Jack and the Nine are the highest cards in every suit. It is almost certain that they are descended from the European family of Jass games, which originated in the Netherlands. Probably they were brought to the Indian subcontinent by Dutch traders.
32 cards from a standard 52-card pack are used for play. The cards in every suit rank from high to low: J-9-A-10-K-Q-8-7. The aim of the game is to win tricks containing valuable cards. The values of the cards are:
Jacks 3 points each
Nines 2 points each
Aces 1 point each
Tens 1 point each
Other cards (K, Q, 8, 7) no points

ADDITIONAL INFORMATION

Updated

Size
26M

Installs
500,000 - 1,000,000

Current Version
4.2.4

Requires Android
2.3 and up
মূলত গুগল প্লে-তে খেলাটার বিস্তারিত বিবরন দেয়া হয়েছে।আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন কিভাবে খেলতে হয় টুয়েন্টি নাইন।যদি না জেনে থাকেন তবে বন্ধুদের কাছে শিখে নিন বিশেষ করে যারা হল এ থাকে :-p




পদ্ধতি 

আপনি অনলাইন,অফলাইন অর্থাৎ কম্পিউটারের বিরুদ্ধে খেলতে পারবেন।যদি ব্লুটুথে বন্ধুদের সাথে খেলতে চান তাহলে আপনাকে যা করতে হবে- 
  1. Multi Pleyer ( Bluetooth ) অপশনটা সিলেক্ট করতে হবে।
  2. পরের স্ক্রীনে আপনি আপনার নাম লিখতে পারবেন ইচ্ছেমত এবং নিচে ২টি অপশন পাবেন New & Join.
  3. New সিলেক্ট করুন।ব্লুটুথ এর জন্য পারমিশন চাইবে yes করে দিন।
  4. এখন আপনার বন্ধুকে বলুন 1-2 পর্যন্ত অপশনে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করতে শুধুমাত্র 3 নাম্বার অপশনে গিয়ে Join সিলেক্ট করতে বলুন।কাজ শেষ।
আপনি বহুবার বিড করতে পারবেন, সিংগেল খেলতে পারবেন, সেভেন কার্ড রঙ করতে পারবেন ইত্যাদি।এছাড়াও সকল নিয়মই দেয়া আছে।আশা করি মজা পাবেন খেলে।



ডাউনলো্ড করুন এখানে 

মামা হবে নাকি এক সেট ! 29 খেলুন অ্যান্ড্রয়েডে মামা হবে নাকি এক সেট ! 29 খেলুন অ্যান্ড্রয়েডে Reviewed by Anonymous on 4:34:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.