শিখবেন নাকি ভাষা?


50 languages Photo


কেমন আছেন আপনারা? আজকে একটা অ্যাপ নিয়ে আসলাম যেটা দিয়ে আপনি বিভিন্ন ভাষা শিখতে পারবেন এবং অ্যাপটা আমার কাছে ভালোই লাগছে অন্তত "৩০দিনে ভাষা শিখুন" নামক বইগুলোর থেকে।চলুন আগে একটু ধারনা নিয়ে নেই অ্যাপটি সম্পর্কে ………,

গুগল প্লে অনুসারে
Learn 50 languages for free using your native language!50languages.com contains 100 lessons that provide you with a basic vocabulary. With no prior knowledge, you will learn to fluently speak short sentences in real-world situations in no time.50languages is available in over 50 languages and in approximately 2500 language combinations, e.g. German to English, English to Spanish, Spanish to Chinese etc.

অতিরিক্ত তথ্য
  • Size-15mb
  • Updated-March 18, 2016
  • Requires Android-2.3 and up


ব্যবহারবিধি
অ্যাপটা চালু করলেই আপনি চারটি অপশন পাবেন।যথা: Select Languages, Phrase book , Download Bilingual audio, Alphabet.Language অপশনে আপনি কোন ভাষা শিখতে চান তা আগে সিলেক্ট করুন এবং নিচে আপনি যেই ভাষায় কথা বলেন সেটা সিলেক্ট করুন।এবার সেভ Language চাপুন।Phrase book অপশনে আপনি lessons সমূহ দেখতে পাবেন,আপনি পছন্দ মত সিলেক্ট করে শেখা শুরু করে দিন।আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হল আপনি কোন lessons সিলেক্ট করার পরে আপনাকে Category সিলেক্ট করতে বলবে।যেকোন একটা category সিলেক্ট করলে আপনি কিছু অপশন পাবেন-word list,flash card,take test.word list এ আপনি ওই Category এর সকল word পাবেন,flash card এ আপনি চাইলে উচ্চারণ শুনতে পারবেন ( ইন্টারনেট লাগবে ) তবে নিচের দিকে বামপাশে দেখবেন text লেখা আছে ওটাতে ক্লিক করলে আপনি উচ্চারণটা English letter এ দেখতে পাবেন,take test এ আপনি বিভিন্ন test দিতে পারবেন।Download bilingual audio অপশনে আপনি ইচ্ছা করলে সকল audio ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন আর এতে করে আপনি সঠিক উচ্চারণটা শিখতে পারবেন।সবার শেষে Alphabet অপশনে আপনি বিভিন্ন ভাষার অক্ষরগুলো ডাউনলোড করে নিতে পারেন তাতে আপনার বুঝতে সুবিধা হবে।

    এছাড়া মেনু কী চাপলে আরও দুটি অপশন পাবেন।১.Delete audio file-অর্থাৎ আপনার ডাউনলোড করা সকল audio ফাইল delete করা যাবে।২.Volume-এর মাধ্যমে volume কমাতে বা বাড়াতে পারেন।তাহলে ফ্রান্স শিখবেন নাকি?


Download
শিখবেন নাকি ভাষা? শিখবেন নাকি ভাষা? Reviewed by tashantamim on 5:20:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.